ঢাকা জেলায় এবার প্রায় লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী ৫ থেকে ১৯ জুন দু’সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইন চলবে। বৃহস্পতিবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ঢাকা জেলার ডেপুটি সিভিল সার্জন মুহাম্মদ বিল্লাল হোসেন, জেলা তথ্য অফিসের পরিচালক কাজী গোলাম আহাদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শারমিন আহম্মেদ তিথি ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মহসিন মিয়া।
ডেপুটি সিভিল সার্জন মুহাম্মদ বিল্লাল হোসেন বলেন, এবার ঢাকা জেলার পাঁচ উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী ৬১ হাজার ৯৬৫ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী চার লাখ ২৯ হাজার ৮২ জন শিশু রয়েছে।