মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:১৬ অপরাহ্ন

ঢাকা মেডিক্যালে চিকিৎসকদের জন্য ব্যয় তদন্ত হবে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান বলেছেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে চিকিত্সকদের থাকা, খাওয়া বাবদ ব্যয় তদন্ত করে খতিয়ে দেখা হবে।

অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হলে তদন্তে তা বেরিয়ে আসবে। গতকাল বৃহস্পতিবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে হাসপাতালে রোগীরা কেমন আছে, চিকিত্সাসেবার সঙ্গে জড়িত চিকিত্সক-নার্সসহ অন্য কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা কেমন আছেন, তা দেখতেই এখানে এসেছি। হাসপাতালের পরিচালকসহ চিকিত্সক ও নার্সদের সঙ্গে কথা বলেছি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত দুই মাসে হোটেল ভাড়া খাবারদাবার ও যাতায়াত বাবদ ২০ কোটি টাকার বিলের চাহিদাপত্র পাঠানো হলে অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে সংসদের বাজেট অধিবেশনেও আলোচনা হয়। বুধবার ( ১ জুলাই) ঢামেক হাসপাতালের পরিচালক এক সংবাদ সম্মেলনে এই অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English