রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:০২ অপরাহ্ন

তাকদির অস্বীকার করা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৫৬ জন নিউজটি পড়েছেন

ভাগ্যে বিশ্বাস ঈমানের অপরিহার্য অংশ। মুমিন মাত্রই বিশ্বাস করে ভাগ্যের ভালো-মন্দ আল্লাহ কর্তৃক নির্ধারিত। রাসুলে করিম (সা.) ইরশাদ করেন, ‘যদি আল্লাহ তাআলা আসমান ও জমিনের সব অধিবাসীকে আজাব দেন তাহলে তাঁর আজাব দেওয়াটা কোনো প্রকার অন্যায় হবে না। আর যদি দয়া করেন তবে তা তাদের আমলের তুলনায় অনেক বেশি হবে। যদি কোনো ব্যক্তির কাছে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে এবং তা আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ তার এ দান বিন্দু পরিমাণও গ্রহণ করবেন না, যতক্ষণ পর্যন্ত না সে তাকদিরের প্রতি ঈমান আনবে আর এ কথা বিশ্বাস করবে যে, কোনো ব্যক্তি সঠিক কাজ করল সে তা তাকদির অনুযায়ী করেছে। এটা ভুল করা তার জন্য নির্ধারিত ছিল না। আর যে ভুল করল এটা সঠিকভাবে করা তার পক্ষে সম্ভব ছিল না। যদি তুমি এ বিশ্বাসের বাইরে মৃত্যুবরণ করো তাহলে জাহান্নামে প্রবেশ করবে।’ (সহিহ, কিতাবুস সুন্নাহ : ইবনে আবি আসিম আশ-শায়বানি)

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English