বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৪:০৬ অপরাহ্ন

তাতারিস্তানে ‘কোরআন বর্ষ’ উদ্‌যাপন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৪২ জন নিউজটি পড়েছেন

রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত মুসলিম তাতারিস্তান ২০২০ সালকে ‘কোরআন বর্ষ’ হিসেবে উদ্যাপন করছে। কোরআনের নানা আয়োজনে বর্ষটি উদ্‌যাপন করছে তারা। তারই ধারাবাহিকতায় তাতারিস্তান প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় ‘তাতার’ ভাষায় প্রথম পবিত্র কোরআনের অডিও অনুবাদ উন্মুক্ত করা হয়েছে। কলমের আদলে তৈরি কোরআনের এই অনুবাদের আধুনিক প্রযুক্তি বাজারে এনেছে তুরস্কের প্রকাশনা প্রতিষ্ঠান জসকুন টেকনোলজি (Joshkun Technology)| জুনের শেষ দিকে তাতারিস্তান প্রজাতন্ত্রে বসবাসরত মুসলিমদের ধর্মবিষয়ক অধিদপ্তর ‘কলম শরিফ’ নামের এই অডিও অনুবাদ প্রযুক্তির অনুমোদন দেয়।

আলোচ্য ‘কলম শরিফে’ তাতার ছাড়াও আরো একাধিক ভাষার অনুবাদ সংযোজন করা হয়েছে। সঙ্গে থাকা পবিত্র কোরআনের বিশেষ পাণ্ডুলিপির যেকোনো আয়াতের ওপর কলম স্পর্শ করলে স্বয়ংক্রিয়ভাবে সেই আয়াত বাজতে থাকে। একই পদ্ধতিতে নির্দিষ্ট কিছু ভাষায় ওই আয়াতের অনুবাদও শোনা যায়।

প্রায় অর্ধযুগেরও বেশি সময় আগে বাংলাদেশে এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে।

ধারণা করা হয়, প্রায় ২৫৫ বছর আগে একসময় রাশিয়ার অংশ তাতারিস্তানে সর্বপ্রথম কোরআনুল কারিমের একটি পাণ্ডুলিপি এসে পৌঁছে। সে উপলক্ষে তাতারিস্তান প্রজাতন্ত্র চলমান ২০২০ সালকে ‘আল কোরআনুল কারিম’ বর্ষ ঘোষণা করে। দেশটিতে ইসলামের আগমন স্মরণে তাতার ভাষার অন্তত এক শ অডিও অনুবাদ প্রকাশ করা হয়েছে।

তাতার তুর্কি ভাষার একটি উপভাষা। রাশিয়া, ইউক্রেন, তুরস্ক, চীন, ফিনল্যান্ড এবং প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের বেশ কিছু মানুষ এই ভাষা ব্যবহার করে। তা ছাড়া এটি রাশিয়ার ফেডারেল রাজ্য তাতারিস্তানের সরকারি ভাষা। তাতার ভাষায় বিশ্বের অন্তত ৮০ লাখ মানুষ কথা বলে। সূত্র : আল নাঈম টিভি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English