তালায় বীর মুক্তিযোদ্ধা মো. মমতাজ সরদার (৮০) মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি উপজেলার ইসলামকাটী গ্রামের মৃত ছিয়ামুদ্দীন সরদারের পুত্র।
শুক্রবার (১ জানুয়ারি) রাতে নিজ বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন। বেশ কিছুদিন ধরে তিনি শ্বাসকষ্টসহ দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। শনিবার (২ জানুয়ারি) সকালে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মফিজ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ প্রমুখ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।