রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

তিন সপ্তাহের মধ্যে নিউজিল্যান্ডে সরকার গঠন করবেন জাসিন্ডা আরডার্ন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৪৯ জন নিউজটি পড়েছেন

আগামী তিন সপ্তাহের মধ্যে আবারো সরকার গঠন করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন । নির্বাচনে দুর্দান্ত জয় পাওয়ার পর রবিবার সংবাদ সম্মেলনে এমনটি জানান জাসিন্ডা।

সংবাদ সম্মেলনে জাসিন্ডা বলেন, চূড়ান্ত ফল বের হতে আরো তিন সপ্তাহ সময় লাগবে। আমার প্রত্যাশা এই সময়ের মধ্যে আমরা সরকার গঠন করতে পারবো।

তবে জাসিন্ডার দল লেবার পার্টি এককভাবে সরকার গঠন করবে নাকি একাধিক দল নিয়ে কোয়ালিশন সরকার গঠিত হবে সেই বিষয়ে সংবাদ সম্মেলনে কিছু বলা হয়নি।

গতকাল শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য-বামপন্থি জেসিন্ডা আরডার্নের লেবার পার্টি মোট ভোটের ৪৯ ভাগ এবং প্রতিদ্বন্দ্বী প্রধান বিরোধী দল কনজারভেটিভ ন্যাশনাল পার্টি পেয়েছে ২৭ ভাগ ভোট। দেশটির ১২০ আসনের মধ্যে এরই মধ্যে ৬৪টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। আরো ভোট গণনা বাকি রয়েছে।

এদিকে, বর্তমান নির্বাচনী ব্যবস্থায় কোনো দলের পক্ষেই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব নয় বলে ধারণা করা হয়েছিল। ১৯৯৬ সালে দেশটিতে মিশ্র সদস্য আনুপাতিক প্রতিনিধিত্ব (এমএমপি) ব্যবস্থা চালুর পর এখন পর্যন্ত কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে এ ধারণা ভুল প্রমাণ করেছে জেসিন্ডা আরডার্নের দল লেবার পার্টি। এমএমপি ব্যবস্থা চালুর পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি আসন পেয়ে তাক লাগিয়ে দিয়েছে দলটি। ফলে এবারই প্রথমবারের মতো একক দলের সরকার গঠন করতে পারবেন জেসিন্ডা আরডার্ন।

বিশ্লেষকরা বলছেন, করোনাভাইরাস মোকাবেলায় সাফল্য, ক্রাইস্টচার্চের মসজিদে হামলার পর হতাহতদের পাশে থাকাসহ বিভিন্ন ঘটনায় নাগরিকদের মানসিকতা বুঝে ব্যবস্থা নেয়ার ফলে ভোটারদের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছেন জেসিন্ডা আরডার্ন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English