তুরস্কের বিপক্ষে বুধবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমার্ধের পুরোটাই করোনাভাইরাসকে সঙ্গী করে খেলেছেন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ডোমাগো ভিডা। ইস্তাম্বুলের ভোডাফোন পার্কে অনুষ্ঠিত ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। বিরতির সময় ভিডার কভিড-১৯-এ আক্রান্তের রিপোর্ট হাতে আসে বলে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে নিশ্চিত করেছে।
অথচ সোমবার ম্যাচের আগে কভিড টেস্টে বেসিকতাসের সেন্টার-ব্যাক ভিডাসহ সব ক্রোয়েট খেলোয়াড়ের ফলাফল নেগেটিভ এসেছিল। ইস্তাম্বুলের প্রীতি ম্যাচ সামনে রেখে বুধবার সকালে আবারও নিয়মিত পরীক্ষা করা হয়। সেই ফলাফল আসতে আসতে প্রথমার্ধ গড়িয়ে গেলে পজিটিভ হওয়া সত্ত্বেও ভিডার মাঠে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। শনিবার নেশন্স লিগের ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।
অভিজ্ঞ ভিডা কাল অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন। দারুণ উত্তেজনাকর ম্যাচটিতে তার বিপক্ষে আদায় করা পেনাল্টি থেকে ২৩ মিনিটে এগিয়ে গিয়েছিল স্বাগতিক তুরস্ক। বিরতির পরপরই ক্রোয়েট ম্যানেজার জ্লকটকো ডালিচ ভিডার পরিবর্তে ফিলিপ উরেমোভিচকে মাঠে নামান। ৩১ বছর বয়সী ভিডাকে সঙ্গে সঙ্গে দলের থেকে আইসোলেশনে রাখা হয়েছে। আপাতত কয়েক দিন তিনি ইস্তাম্বুলে নিজ ক্লাব বেসিকটাসে আইসোলেশনে থাকবেন।
এদিকে ক্রোয়েশিয়া জানিয়েছে তাদের আরো এক ডেলিগেট কভিড-১৯ পজিটিভ হয়েছেন যদিও তিনি খেলোয়াড় কিংবা কোচিং স্টাফের কোনো সদস্য নন। শনিবার সুইডেন সফরের পর মঙ্গলবার ঘরের মাঠে পর্তুগালকে আতিথ্য দেবে ক্রোয়েশিয়া।