মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:২৩ পূর্বাহ্ন

তেলেগু সিনেমায় বাংলাদেশের মডেল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৪১ জন নিউজটি পড়েছেন

স্বপ্ন ছিল নিজেকে বড় পর্দায় দেখবেন। সেই স্বপ্নে কাজও শুরু করেন। শুরুটা ছিল র‌্যাম্প মডেলিংয়ে। দেশের মঞ্চে র‌্যাম্প মডেলিং করছেন ছয় বছর। এরপর দুই বছর ধরে নাটকে অভিনয় করছেন। করেছেন মডেলিংও। এরই মধ্যে ডাক পড়ে ভারতের তেলেগু ভাষা ও কলকাতার বাংলা ছবিতে। দুটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। লকডাউনে অনলাইনে ছবি দুটিতে অভিনয়ের জন্য তাঁর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানালেন। লকডাউন উঠে গেলে, দুই দেশের যোগাযোগ স্বাভাবিক হলেই ছবি দুটির শুটিং শুরু হবে বলে জানালেন শান্তা।

শান্তা জানান, তেলেগু ভাষার ছবির নাম চূড়ান্ত হলেও কলকাতার বাংলা ছবিটির নাম এখনো ঠিক হয়নি। তবে কলকাতার ছবিতে শান্তার বিপরীতে অঙ্কুশ হাজরা অভিনয় করবেন বলে জানালেন। শান্তা বলেন, ‘বাংলাদেশে একটি বিউটি কনটেস্ট জেতার পর দেশের বাইরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। গত বছর মিস এশিয়া গ্লোবালে সেরা পাঁচে ছিলাম। মিস বিউটিফুল আইজ খেতাব অর্জন করি। এই প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে তেলেগু ছবির পরিচালক ও প্রযোজকের সঙ্গে যোগাযোগ হয়। এরপর ছবির প্রসঙ্গ আসে। ছবির গল্পভাবনা আমাকে মুগ্ধ করে। রাজি হই। আমার সেই স্বপ্নের পথে চলা শুরুও।’

শান্তা দেশের মঞ্চে র‌্যাম্প মডেলিং করছেন ৬ বছর।
শান্তা তেলেগু ভাষার যে ছবিতে অভিনয় করবেন, সেটির নাম ‘ইয়ে রা লা ভা’। পরিচালক বিশ্বনাথ রাও। শান্তা বললেন, ‘এর আগেও তেলেগু ভাষার ছবিতে বাংলাদেশের মেঘলা মুক্তা অভিনয় করেছেন। এবার আমি অভিনয় করতে যাচ্ছি। বিষয়টা নিঃসন্দেহে আনন্দের। ছবির গল্প সাসপেন্স ও থ্রিলার ধাঁচের। আমার চরিত্রের নাম অনন্যা। অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে ক্যামেরার সামনে দাঁড়াব।’

আপনার তো আগে থেকে তেলেগু ভাষা জানা ছিল না। এই ভাষায় অভিনয়ের প্রস্তুতি কেমন? ‘যেহেতু এই ভাষাটির আমার জন্য একেবারে নতুন, তাই প্রস্তুতি নিতে হচ্ছে। করোনার কারণে সবকিছু বন্ধ থাকায় হাতে অনেক সময় পেয়েছি। এই সময়টায় ভাষা রপ্ত করার কাজটি করছি। অনেক ছবিও দেখছি, সংলাপ বলার ধরনটা বোঝার চেষ্টাও করছি। পরিচালকও আমাকে বেশ সহযোগিতা করছেন। শুটিং শুরুর আগে পুরোপুরি তৈরি হয়ে যেতে পারব।’

বাংলাদেশে একটি বিউটি কনটেস্ট জেতার পর দেশের বাইরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শান্তা। ছবি: সংগৃহীত
বাংলাদেশে একটি বিউটি কনটেস্ট জেতার পর দেশের বাইরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শান্তা। ছবি: সংগৃহীত
আর বাংলা ছবিটি এন কে মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি হবে। এই ছবি সম্পর্কে শান্তা বলেন, ‘ছবিটি হবে অ্যাকশন, রোমান্টিক ও কমেডি ছবি। নায়িকা আমি, নায়ক অঙ্কুশ। বাংলাদেশ ও ভারত—দুই দেশেই শুটিং হবে। গানের দৃশ্যের কাজ হবে হবে মানালিতে। তবে সবকিছু স্বাভাবিক হলেই। বাংলাদেশ ও ভারতের অভিনেতা-অভিনেত্রীরা এই ছবিতে কাজ করবেন।’শান্তার স্বপ্ন ছিল নিজেকে বড় পর্দায় দেখবেন। ছবি: সংগৃহীত
শান্তার স্বপ্ন ছিল নিজেকে বড় পর্দায় দেখবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English