সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

দরদামে মিললে বাংলাদেশে চাল রপ্তানি করবে মিয়ানমার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৪০ জন নিউজটি পড়েছেন

বাংলাদেশের সঙ্গে দামদরে মিলে গেলে ১ লাখ টন চাল রপ্তানিতে রাজি আছে মিয়ানমার। বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে মিয়ানমার সরকারের আলোচনা চলছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক মিয়ানমার টাইমস।

সোমবারের ওই প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি পর্যায়ের এই চুক্তিতে দরদাম কী হবে, তা এখনো ঠিক হয়নি।

মিয়ানমারের খাদ্যশস্য সংগঠনের সেক্রেটারি ইউ অং মিন্ট পত্রিকাটিকে বলেছেন, ‘কয়েক দিনের মধ্যে আমরা দাম নিয়ে আলোচনা করবো। দুই পক্ষের মধ্যে সমঝোতায় পৌঁছানো গেলে সমুদ্রপথে এই চাল পাঠানো হবে।’
খবরে আরও বলা হয়, চাল উৎপাদনে বিশ্বের ৭তম দেশ মিয়ানমার। মিয়ানমার থেকে সর্বশেষ তিন বছর আগে চাল আমদানি করে বাংলাদেশ।

মিয়ানমারের খাদ্যশস্য অ্যাসোসিয়েশন মনে করছে, যেহেতু সরকার-টু-সরকার আলোচনা হচ্ছে তাই শেষ পর্যন্ত এবার চুক্তি হয়ে যেতে পারে। এ ক্ষেত্রে টেন্ডারের প্রয়োজন হবে না। মিয়ানমার বলছে, ব্যাটে-বলে মিলে গেলে ফেব্রুয়ারি নাগাদ তারা বাংলাদেশে চাল পাঠাতে চায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English