আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা বলেছেন, শুধুমাত্র বেশি বেতন পাওয়ার কারণে অখুশি ওজিলকে দলে নির্বাচন করা হবে না। গণমাধ্যমের খবর অনুযায়ী, ওজিল হচ্ছেন বর্তমানে আর্সেনালের সর্বোচ্চ বেতনধারী ফুটবলার। তার সাপ্তাহিক বেতন তিন লাখ ৫০ হাজার পাউন্ড।
তবে বিশ্বকাপ জয়ী জার্মান তারকার চুক্তিটি ন্যায়সঙ্গত কিনা দেখার বিষয়। কারণ করোনা ভাইরাসের নির্বাসন কাটিয়ে খেলা মাঠে গড়ানোর পর এখনো এক ম্যাচেও খেলেননি ওজিল। এফএ কাপে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে জয়ের আগে পর্যন্ত ওজিলকে দলের বাইরেই রাখা হয়েছে। অবশ্য এটিকে ‘কৌশলগত সিদ্ধান্ত ’ উল্লেখ করে কোচ আর্তেতা বলেন, ৩১ বছর বয়সী ওই তারকা ইনজুরিতে ছিলেন।
২০১৩ সালে আর্সেনালে যোগ দেয়া রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ওজিল সাইডলাইনে থাকার কারণে অসুখি উল্লেখ করে আর্তেতা বলেন, খেলোয়াড়ের কাছ থেকে খেলার বাইরে কিছুই প্রত্যাশিত নয় ।
গানার কোচ বলেন, আমার মনে হয়, খেলতে না পারায় সে খুব একটা সন্তুস্ট নয়। কিন্তু সে ইনজুরি পড়লে আমাকে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।