শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

দুই ভাইয়ের লেনদেন ২০০ কোটি টাকার বেশি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৭৩ জন নিউজটি পড়েছেন

২০০ কোটি টাকার বেশি লেনদেন করেছেন পুরান ঢাকার আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও রুপন ভূঁইয়া। ক্যাসিনো ব্যবসা শুরুর পর তারা এই সম্পদের পাহাড় গড়েন। শুধু তাই নয়, এই দুই ভাইয়ের রয়েছে ফ্ল্যাট, বাড়ি, জমিসহ বিপুল পরিমাণ সম্পদ।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের ডিআইজি ইমতিয়াজ আহমেদ।

তিনি বলেন, ক্যাসিনো ব্রাদার এনু-রুপনের উত্থান পারিবারিকভাবে। তাদের বাবা জুয়ারি ছিলেন। সদরঘাটে তাদের জুয়ার আড্ডা ছিল। ২০১৫ সাল থেকে ওয়ান্ডারার্স ক্লাবের সেক্রেটারি জয় গোপালের হাত ধরেই তাদের ক্যাসিনো ব্যবসার শুরু হয়।

সিআইডির এই কর্মকর্তা আরো জানান, এনু ও রুপন ভূঁইয়ার ৯১টি ব্যাংক অ্যাকাউন্টে স্থিতিশীল টাকার পরিমাণ ১৯ কোটি টাকা। তবে গত ৫ বছরে তাদের লেনদেন হয়েছে ২০০ কোটি টাকার বেশি।

এছাড়া তাদের রয়েছে ২০টি বাড়ি, ১২০টি ফ্ল্যাট ও ২৫ কাঠা জমিসহ আরো অনেক সম্পদ। তবে তাদের বেশিরভাগ সম্পদই দেশে।

ক্যাসিনো থেকে প্রতি রাতে এনু-রুপনের কী পরিমাণ আয় হতো জানতে চাইলে সিআইডির এই কর্মকর্তা জানান, প্রতি রাতে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হতো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English