রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

দুধকলা দিয়ে কালসাপ পুষেছিলাম: মমতা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৬২ জন নিউজটি পড়েছেন
ফের ক্ষমতায় মমতা, বলছে বুথফেরত জরিপ

নিয়মানুযায়ী নন্দীগ্রামে প্রচার ছিল না বুধবার। তাই হুগলির গোঘাটে গিয়ে এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিলেন এদিন। নাম না করে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী সম্পর্কে তিনি বলেন, দুধকলা দিয়ে কালসাপ পুষেছিলাম। সেই কেউটে এখন ছোবল মারতে আসছে। ওই ছোবলে কিছু হবে না। কোথায় পালাবে, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান? কান ধরে টেনে আনবো। একবারও মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর নাম না নিলেও বিজেপি কর্তা কৈলাশ বিজয়বর্গীয় মনে করছেন, মমতার ব্যক্তব্যে নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে। মমতা তার ভাষণে শুভেন্দুর নাম না উল্লেখ করে তাকে নন্দীগ্রামের ভদ্রলোক বলে উল্লেখ করেন। বলেন -নন্দীগ্রামের ভদ্রলোককে আমি সব দিয়েছিলাম।
কিন্তু তিনি নন্দীগ্রামের উন্নয়ন না করে খালি নিজের উন্নয়ন করে গেছেন। এটা মানুষ এখন বুঝছে। মমতা বৃহস্পতিবার ভোট শেষ হলেই শুক্রবার উড়ে যাবেন উত্তরবঙ্গে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English