রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

দেশে এ পর্যন্ত টিকা নিয়েছেন ৪৪ লাখ মানুষ

অনলাইন প্রতিবেদন
  • প্রকাশিতঃ রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৬৪ জন নিউজটি পড়েছেন
বাংলাদেশকে টিকা দেবে না ভারত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৯৫ হাজার ৬৭৫ জন। এদের মধ্যে মাত্র চারজনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন: জ্বর, টিকা দেয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা গেছে।

আর এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৪৩ লাখ ৯৮ হাজার ৯৪ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৮৮৯ জনের। পাশাপাশি টিকার জন্য নিবন্ধন করেছেন ৫৫ লাখ ৮৮ হাজার ৭০৫ াজন। রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৯৫ হাজার ৬৭৫ জন। এদের মধ্যে পুরুষ ৫৫ হাজার ৫১৫ জন ও নারী ৪০ হাজার ১৬০ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিভাগে ৩০ হাজার ৩০৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৯৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ হাজার ৭২ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৯৫৮ জন, রংপুর বিভাগে ১২ হাজার ৩৯৫ জন, খুলনা বিভাগে ১২ হাজার ৯৩৩ জন, বরিশাল বিভাগে ৩ হাজার ৩৫৬ জন ও সিলেট বিভাগে ৩ হাজার ৭০১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে।

করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪১ ব্যক্তিকে টিকা দেওয়া হয়। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়। এদিন সারাদেশে টিকা নেন ৩১ হাজার ১৬০ জন। এদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন ও নারী ৭ হাজার ৩০৩ জন।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতাল ও সারাদেশে ৯৫৫টি হাসপাতালসহ এক হাজার পাঁচটি হাসপাতালে টিকাদান কার্যক্রম চলছে। রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতালে ২০৪টি ও সারাদেশে ৯৫৫টি হাসপাতালে দুই হাজার ১৯৬টি টিম কাজ করবে। অর্থাৎ এক হাজার পাঁচটি হাসপাতালে ২ হাজার ৪০০টিম কাজ করবে। এছাড়াও টিকা বিষয়ক কার্যক্রমের জন্য টিম প্রস্তুত রয়েছে ৭ হাজার ৩৪৪টি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English