দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়ায় তীব্র স্রোত ও পন্টুন সমস্যার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আর ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া প্রান্তে পারাপারের অপেক্ষায় কিছুসংখ্যক যানবাহন আটকে আছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ৫নং ঘাটের টার্মিনাল সহকারী আবু বকর সিদ্দিক দুপুরে বলেন, পদ্মায় স্রোত থাকায় ফেরি চলাচল একটু ব্যাহত হচ্ছে। তবে বড় ৯টি ও ছোট ৭টি ফেরি এ রুটে চলাচল করলেও ঘাটে কোনো গাড়ির চাপ নেই বলে জানান।
পাটুরিয়া থেকে ছেড়ে আসা খানজাহান আলী ফেরির লস্কর মজিবর রহমান বলেন, পাটুরিয়া থেকে ফেরি দৌলতদিয়ায় আসতে একটু বেশি সময় লাগলেও পাটুরিয়ায় যেতে কম সময় লাগছে, তবে স্রোত ও পন্টুনের ২টি পকেট খারাপ থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মাহবুব হোসেন বলেন, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে, পদ্মায় সামান্য স্রোত থাকায় ঘাটে যানবাহনের সারি তেমন নেই বলে জানান তিনি।