নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনাসহ সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর নগরীর পোর্ট রোড মসজিদ থেকে ওলামা মাশায়েখ পরিষদ মহানগর শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইউসুফ গাজী। বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আবু তালহাসহ অন্যান্যরা।