শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

ধোনির ‘৭’ নাম্বার জার্সিরও অবসর চান ভক্তরা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৬৬ জন নিউজটি পড়েছেন

ইংল্যান্ডে গত বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দলের হয়ে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি দেশটির সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। তবে তার অবসর নিয়ে গুঞ্জন ছিলো। অবশেষে গতকাল সন্ধ্যায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন ধোনি।

তাই মাঠে শান্ত ধোনির, আক্রমণাত্মক ব্যাটিং, বুদ্ধিদীপ্ত ডিআরএস ও ফিল্ডিং সেটিং আর দেখা যাবে না। ১৬ বছর ভারতের হয়ে যে জার্সিটি বহন করেছেন, সেই ‘৭’ নম্বর জার্সিটি তুলে রাখার আহ্বান জানিয়েছেন ধোনির ক্রিকেট ভক্তরা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে ধোনির সম্মানে তার পরিহিত ৭ নাম্বার জার্সি তুলে রাখার অনুরোধ করেছেন ক্যাপ্টেন কুলের ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ধোনির ফ্যান-ফলোয়ার ৭ দশমিক ৮ মিলিয়ন। ভক্তরাই দাবি তুলেছেন, ধোনির জার্সি তুলে রাখার জন্য।

ভক্তদের মধ্যে একজন টুইটারে লিখেছেন, ‘বিসিসিআই’র উচিত কিংবদন্তি ধোনির সম্মানে ৭ নম্বার জার্সি তুলে রাখা।’ আরেক ভক্ত লিখেন, ‘জার্সি নম্বর সাত শুধু একটি জার্সি বা নম্বর নয়। এটা একটা দেশের আবেগ। এমএস তোমায় মিস করবো।’

ভারতের উইকেটরক্ষ-ব্যাটসম্যান কার্তিক টুইটারে লিখেন, ‘আমি বিসিসিআইয়ের কাছে আশা করবো তারা যেন, সাদা বলের ক্রিকেটে ৭ নাম্বার জার্সিকে অবসরে পাঠিয়ে দেন। ধোনিকে দ্বিতীয় ইনিংসের জন্য শুভ কামনা। আমি নিশ্চিত তুমি তোমার এই জীবনেও আমাদের বিস্মিত করবে।’

বিসিসিআই’র এক মুখপাত্র নিশ্চিত করেছে, ২০১১ বিশ্বকাপ জয়ের নায়কের জার্সি নম্বর আজীবনের জন্য তারই থাকবে। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি বিসিসিআই থেকে।

ক্রিকেট মাঠে জার্সি তুলে রাখার রীতি খুব কমই আছে। তবে বিশেষ খেলোয়াড়ের জন্য এমনটা হয়েছে। এর আগে শচীন টেন্ডুলকারের ১০ নম্বর জার্সি আজীবনের জন্য তুলে রেখেছিল বিসিসিআই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English