করোনা মহামারির মধ্যে নাটক শুটিংয়ের মাধ্যমে কাজে ফিরেছেন ঢাকাই ছবির ‘প্রিয়দর্শিনী’ খ্যাত নায়িকা মৌসুমী। এবার সিনেমার শুটিংয়ে ফেরার পালা।
শনিবার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। ছবির নাম ‘দেবর আমার কত আপন’।
আঁখি কথাচিত্রের ব্যানারে নির্মিত হবে ছবিটি। পরিচালনা করবেন সাইমন তারিক।
নতুন ছবিতে চুক্তিবন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মৌসুমী নিজেই।
ছবিটি সম্পর্কে পরিচালক সাইমন তারিক বলেন, ‘এটি সামাজিক সিনেমা হবে। আগামী সপ্তাহের মধ্যে ছবির অন্য শিল্পীদের সঙ্গে চুক্তি হবে।’ ছবিটিতে মৌসুমীর বিপরীতে ওমর সানীকে চুক্তিবদ্ধ করা হবে বলেও জানান পরিচালক।
তিনি বলেন, মৌসুমী আপাকে চুক্তিবদ্ধ করলেও বাকি আছেন ওমর সানী। আশা করছি ১০ দিনের মধ্যে তার সঙ্গে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। ছবিতে তাদের স্বামী-স্ত্রী হিসেবেই দেখা যাবে।
ছবিতে বিভিন্ন চরিত্রে আরও যাদের অভিনয় করার কথা রয়েছে, তারা হলেন, মড়দা মিঠু, মাসুজ আজিজ এবং নতুন মুখ মেহেদি ও সাগর।
এদিকে মৌসুমী যে নাটকের শুটিং শুরু করেছেন সেটির তার নাম ‘ভক্ত’। সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন জায়গায় এই নাটকের শুটিং করেন তিনি। মির্জা রাকিব রচিত নাটকটি পরিচালনা করছেন তারেক সিকদার।