আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেফতার নব্য জেএমবি সদস্য মিনহাজ হোসেনের (৩৮) চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৪ জানুয়ারি) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম খান মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাতদিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. মাসুদুর রহমান চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর দারুস সালাম থানার কোনাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ইউনিটের ইনভেস্টিগেশন বিভাগের একটি দল। এরপর তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়।