করোনার জেরে সামনে আসছে একের পর এক হৃদয় বিদারক খবর। এবার ঘটনা ভারতের হায়দরাবাদের। সেখানকার সরকারি হাসপাতালে এক করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর সময় তার বাবাকে করা শেষ মেসেজে মন ভাঙছে ভারতজুড়ে।
৩৪ বছরের ওই যুবকের বাবা জানিয়েছে, কমপক্ষে ১০টি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোনও হাসপাতাল প্রথমে ভর্তি নিতে চায়নি তাকে। পরে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুর আগে একটি ভিডিওতে ওই যুবক তার বাবাকে জানিয়েছে, “আমি নিঃশ্বাস নিতে পারছি না। গত তিন ঘণ্টা ধরে তারা অক্সিজেন চালায়নি। আমার নিঃশ্বাস আটকে গেছে। আমি শ্বাস নিতে পারছি না।” ভিডিওটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে শেয়ার হয়েছে।
সাধারণ মানুষ ওই ভিডিও টুইট করে উদাসীনতার অভিযোগ তুলেছে। রিপোর্টে জানা যায়, ওই যুবকের মৃত্যুর এক ঘণ্টা আগে সে এই ভিডিও রেকর্ড করেছিল।
ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে তার বাবা জানিয়েছেন, “আমার ছেলে সাহায্য চেয়েছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করেনি।” তার ছেলেকে কেন অক্সিজেন দেয়া হয়নি, সেই প্রশ্ন করেছেন তিনি। উল্লেখ্য, হাসপাতালের রিপোর্ট জানাচ্ছে করোনায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
এই মারাত্মক শোকের মধ্যে আরও খারাপ খবর, ওই পরিবারের আরও ৬ সসস্য, মৃতের বাবা-মা, স্ত্রী, ভাই, ভগ্নিপতি হাসপাতালে তার সংস্পর্শে এসেছিলেন। ফলে করোনা নিয়ে চিন্তায় তারাও।