সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

নিজেকে আবেদনময়ী করতে গিয়ে অস্ত্রোপচারে মডেলের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৫২ জন নিউজটি পড়েছেন

জোসলিন দেখতে খুবই সুশ্রী ও লাবন্যময়ী ছিলেন। কিন্তু নিজেকে আবেদনময়ী করতে গিয়েই তাকে মরতে হলো।

মার্কিন এই মডেল বেশ জনপ্রিয়ও ছিলো। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এই তারকা একজন ফ্যাশন ডিজাইনারও ছিলেন।

যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, নিজেকে বেশি আবেদনময়ী করে তুলতে নিতম্ব বড় করার পরিকল্পনা নেন এই মডেল। এর জন্য প্লাস্টিক সার্জারি করান। কিন্তু ভুল অস্ত্রোপচারের কারণে গত ৭ ডিসেম্বর মৃত্যু হয় ৩০ বছর বয়সী এই মডেলের।

একই তথ্য প্রকাশ করে নিউইয়র্ক পোস্ট জানায়, কলম্বিয়াতে গিয়ে এই প্লাস্টিক সার্জারি করান জোসলিনা। কিন্তু ভুল অস্ত্রোপচারের কারণে এই মডেলের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

যদিও জোসলিনার পরিবার তার মৃত্যুর বিষয়টি এখনও নিশ্চিত করেনি। তবে লিরা মারসার নামে এক মডেল ও অভিনেত্রী নিজের টুইটার হ্যান্ডেলে জোসলিনার মৃত্যুর বিষয়টি প্রকাশ করেন।

মঙ্গলবার লিরা মারসার টুইট করেন, ভুল অস্ত্রোপচারের কারণে কলাম্বিয়ায় মডেল জোসলিন ক্যানো মারা গেছেন। জোসলিন দেখতে খুবই সুশ্রী ও লাবন্যময়ী ছিলেন। তার পরিবারের প্রতি সমবেদনা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English