শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

নিজ প্রতিষ্ঠানেরই নারী কর্মীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন বিল গেটস

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৫৪ জন নিউজটি পড়েছেন
নিজ প্রতিষ্ঠানেরই নারী কর্মীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন বিল গেটস
NEW YORK, NY - SEPTEMBER 24: Bill Gates, chairman and founder of Microsoft Corp., listens during the Clinton Global Initiative (CGI) meeting on September 24, 2013 in New York City. Timed to coincide with the United Nations General Assembly, CGI brings together heads of state, CEOs, philanthropists and others to help find solutions to the world's major problems. (Photo by Ramin Talaie/Getty Images)

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস নিজের গড়া প্রতিষ্ঠানেরই এক নারী কর্মীর সঙ্গে শারীরিক সম্পর্কের কারণে তদন্তের মুখে পড়ে মাইক্রোসফট থেকে পদত্যাগে বাধ্য হয়েছিলেন।

তখন মেলিন্ডার সঙ্গে তার বিয়ের মাত্র ছয় বছর পূর্ণ হয়েছে। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন মিডিয়া ওয়াল স্ট্রিট জার্নাল।

দুই দশকের আগের ঘটনায় মাইক্রোসফট প্রতিষ্ঠাতার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল মাইক্রোসফট করপোরেশনের পরিচালনা বোর্ড।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ঘটনাটি দুই দশকের পুরনো হলেও মাইক্রোসফট এ বিষয়ে জানতে পারে ২০১৯ সালের শেষ ভাগে। মাইক্রোসফটের এক নারী প্রযুক্তিবিদ চিঠি দিয়ে সংস্থাটিকে জানান বিলের সঙ্গে বহু বছরের শারীরিক সম্পর্কের কথা।

এ বিষয়ে সময় নষ্ট না করে তখনই তদন্তের নির্দেশ দিয়েছিল সংশ্লিষ্ট বোর্ড। এমনকি নিরপেক্ষ বিচারে যাতে কোনোরকম সমঝোতা না হয়, তাই মামলাটির দায়িত্ব দেওয়া হয় এমন একটি আইনি সংস্থাকে যারা মাইক্রোসফটের সঙ্গে যুক্ত নয়।

কিন্তু এর কিছুদিন পরই বিল গেটস তার পদ থেকে ইস্তফা দেন। ফলে মাঝপথে থমকে যায় তদন্তটিও। তবে বিষয়টি বন্ধুত্বপূর্ণভাবে দুই পক্ষের সম্মতিতেই শেষ হয়েছিল। নারী কেলেঙ্কারিতে জড়িয়েই পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন বিল গেটস।

যদিও তিনি তখন পদত্যাগের অন্য কারণ দেখিয়েছিলেন। তখন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা জানিয়েছিলেন, এবার সমাজ কল্যাণমূলক কাজে মন দিতে চান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English