নামিবিয়ার প্রাদেশিক নির্বাচনে জয়ী হয়েছেন এডলফ হিটলার । শুনে অবাক লাগলেও এই হিটলার জার্মানির সেই একনায়ক নন। ইনি হচ্ছেন দেশটির শাসকদলের প্রার্থী। তার পুরো নাম হচ্ছে এডলফ হিটলার ইউননা।
জানা গেছে, সাবেক জার্মান উপনিবেশ নামিবিয়ায় আজও জার্মান শাসনের ছাপ স্পষ্ট। সে দেশে বহু রাস্তা, জায়গা ও মানুষের জার্মান নাম রয়েছে। আজও নামিবিয়ায় জার্মান ভাষায় কথা বলা মানুষের একটি ক্ষুদ্র সম্প্রদায় রয়েছে। প্রতিবছর সে দেশে ভ্রমণে যান প্রায় দেড় লক্ষ জার্মান নাগরিক। এমন দেশে হিটলার নামধারী কোনও ব্যক্তির উপস্থিতিতে হতবাক হওয়ার কিছু নেই।
এদিকে, নাম নিয়ে বিতর্কের মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন এডলফ হিটলার ইউননা। তিনি সাফ জানিয়েছেন, নাম এক হলেও নাৎসি মতাদর্শের সঙ্গে তার কোনও যোগ নেই।
এই প্রসঙ্গে ইউননা বলেন, “আমার বাবা ওই ব্যক্তির সঙ্গে মিলিয়ে আমার নাম রেখেছিলেন। আমার মনে হয় না তিনি এর মর্ম বুঝে থাকবেন। ছেলেবেলায় এই নামের মধ্যে অবাক হওয়ার মতো কোনও উপাদান খুঁজে পাইনি আমি। ওই শাসক বিশ্বজয় করতে চেয়েছিলেন। তবে আমার তেমন কোনও ইচ্ছা নেই।”
১৮৮৪ থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত জার্মানির উপনিবেশ ছিল নামিবিয়া। সেবার লড়াইয়ে জার্মান বাহিনীর পরাজয়ের পর দেশটির অধিকার ছেড়ে দিতে হয়েছিল বার্লিনকে। কিন্তু উপনিবেশ শেষ হলেও এখনও নামিবিয়ায় জার্মান শাসনের স্পষ্ট চিহ্ন বিদ্যমান।