শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

নৌকার প্রচারণায় ব্যস্ত সময় কাটচ্ছেন গোলাম মোস্তফা খান

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ সঞ্জিব দাস
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৫৮ জন নিউজটি পড়েছেন
নৌকার প্রচারণায় ব্যস্ত সময় কাটচ্ছেন গোলাম মোস্তফা খান

পটুয়াখালীর গলাচিপায় নৌকার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন গোলাম মোস্তফা খান। প্রতীক বরাদ্দের পর পুরোদমে প্রচারণায় ব্যস্ত সময় কাটছে উপজেলার রতনদী তালতলী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

প্রতিদিন ২-৩টি করে ওয়ার্ডের তালিকা করে ব্যাপক গণসংযোগ করছেন নৌকার প্রার্থী গোলাম মোস্তফা খান। শুধু প্রার্থী নন, প্রচারণায় নেমেছেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও পেশাজীবী সংগঠনের
নেতা-কর্মীরা। ইতিমধ্যে গোলাম মোস্তফা খানের প্রধান নির্বাচনী কার্যালয়ও উদ্বোধন হয়ে গেছে। তার পোস্টার-ব্যানার, দৃষ্টিনন্দন প্রতীকও দেখা যাচ্ছে অলিগলিতে। জোর প্রচারণা চলছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও।

আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা খান ওয়ার্ড ভিত্তিক কর্মসূচির প্রথম দিনে কাটাখালী বাজার, বদনাতলী, বড়বান, উলানিয়া বন্দরে গণসংযোগ করেছেন। মঙ্গলবার (৩০ মার্চ) তিনি কাটাখালী বাজারে গণসংযোগ করছেন। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা শাকিল খান বলেন, প্রতিদিন ২ থেকে ৩টি ওয়ার্ডে
গণসংযোগ করছি আমরা। গত সোমবার (২৯ মার্চ) তিনটি ওয়ার্ডে হেঁটেই গণসংযোগ করেছি। প্রগতিশীল পেশাজীবী সংগঠনগুলোও নৌকার পক্ষে ব্যাপক কাজ করছে।

ভোটারদের উদ্দেশে আমি বলছি- সম্মিলিত প্রচেষ্টায় পরিকল্পিত ও ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলতে নৌকায় ভোট দিন। এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বলেন, প্রথম থেকেই ভোটারদের
কাছে গনসংযোগে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি। দেশ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমার ইউনিয়নকে এগিয়ে নিতে ভোটাররা এক হয়েছে। তারা রতনদী তালতলী ইউনিয়নকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English