মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

পরিবার পরিকল্পনার প্রজেকশনিস্টের ৬ তলা বাড়ি, অনুসন্ধানে দুদক

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৬০ জন নিউজটি পড়েছেন

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রজেকশনিস্ট আক্তারুজ্জামানের নামে রাজধানীর মিরপুরে ছয় তলা বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে ওই বাড়িটির খোঁজ পাওয়া যায়।

সংশ্নিষ্ট সূত্রে এই খবর জানা গেছে।

সূত্র জানায়, ওই অধিদপ্তরে প্রজেকশনিস্ট পদে চাকরি করে তিনি যে পরিমাণ বেতন-ভাতা পান তা দিয়ে সংসারের খরচ বহন করে কোনভাবেই ছয় তলা বিশিষ্ট একটি বাড়ির মালিক হতে পারেন না। এছাড়া তার নামে-বেনামে আরও সম্পদের তথ্য পাওয়া গেছে। যা তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। সেগুলো যাচাই করা হচ্ছে।

আক্তারুজ্জামানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেটি অনুসন্ধান করছেন দুদক উপসহকারী পরিচালক মো. সহিদুর রহমান।

জানা গেছে, রাজধানীর মিরপুরের ১০ নং সেকশনের ২৭ নম্বর রোডের ই-ব্লকে আক্তারুজ্জামানের বাড়িটির অবস্থান। বাড়িটির আকার, অবস্থান ও মূল্য নির্ধারণের জন্য অনুসন্দান কর্মকর্তা সহিদুর রহমান বুধবার মিরপুর যান। এ সময় তার সঙ্গে গণপূর্তের প্রকৌশলীসহ সংশ্নিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English