রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

পর্ণগ্রাফি থেকে দূরে রাখুন আপনার সন্তানকে

বরিশাল প্রতিনিধিঃ মোঃ জিহাদুল ইসলাম খান
  • প্রকাশিতঃ সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৬৯ জন নিউজটি পড়েছেন

প্রতিনিয়ত পর্ণগ্রাফির দিকে ঝুকে পড়ছে একটি নির্দিষ্ট পরিমাণ শিশু-কিশোর।

প্রতিটি ওয়েবসাইট, গেইম, এবং অন্যান্য ওয়েব পেইজে সো করছে বিভিন্ন অ্যাডাল্ট কনটেন্ট এর অ্যাড। আপনার সন্তান কি সত্যিই নিরাপদ ইন্টারনেট ব্রাউজিং করছে? একটি জরিপে দেখা গিয়েছে প্রতিদিন ৬০ শতাংশ শিশু ও কিশোর পর্ণ ওয়েবসাইট ভিজিট করছে শুধুমাত্র একটি ক্লিক করে, যেখানে লাগছে না কোনো ভিপিএন, লাগছেনা কোনো আলাদা মডিউল।

তাই, আপনার সন্তানকে পর্ণগ্রাফি থেকে দূরে রাখতে নিচের প্রতিটি অংশ সুন্দর ভাবে ফলো করুন। কারণ এটি করলে সকল প্রকার পর্ণগ্রাফি কন্টেন্ট থেকে দূরে থাকবে আপনার ডিভাইসটি, সাথে সাথে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হবে আপনার সন্তান।

শুরুতে আপনার ফোনের সেটিংসের Wireless Connections অপশনে যেতে হবে। অনেকের ফোনে এটার নাম থাকে Wi-Fi & Internet Settings। এরপর উক্ত সেটিংস এর আন্ডারে পাবেন, Private DNS অপশনটি। তবে বলে রাখা ভালো যে, কিছু কিছু ফোনে Private DNS অপশনটি অন্য যায়গাতে থাকে এবং কিছু কিছু ফোনে এই অপশনটি থাকে না। পর্নসাইট বন্ধ করার জন্য এই Private DNS অপশনটিই প্রয়োজন। তাই, আপনার ফোনের সেটিংস থেকে Private DNS অপশনটি খুঁজে বের করুন। আর যারা পাবেন না আপনারা আপনাদের ফোনের সেটিংস এ গিয়ে Private DNS লিখে সার্চ করুন।

এরপর, Private DNS অপশনটিতে ক্লিক করার পর তিনটি অপশন পাবেন। এর মধ্যে একটি অপশনে ক্লিক করলে এডিট করা যায় (বেশিরভাগ ক্ষেত্রে ৩ নাম্বার অপশন টিতে ইডিট করা যায়। যেটিতে এডিট করা যায়, সেটিতে adult-filter-dns.cleanbrowsing.org লিখে সেভ করে দিন।

এটার মাধ্যমে আপনার ফোন থেকে কোনো প্রকার পর্ণগ্রাফি সাইট অথবা পর্ণগ্রাফি কন্টেন্ট ওপেন করা যাবেনা। এমনকি আপনি কোনোপ্রকার ভিপিএন কানেক্ট করলেও কোনো প্রকার কাজ হবে না।

আসুন আমরা সর্তক হই; নিজেরা সতর্কতা অবলম্বন করি, সন্তানকে সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তুলি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English