গাইবান্ধা-পলাশবাড়ী রাস্তার সাকোয়া নামক স্থানে যাত্রীবাহী কাজী পরিবহন বাসটি পাশের খাদে পড়ে ২৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুটি যাত্রীবাহী বাস প্রতিযোগিতা করে গাইবান্ধায় যাচ্ছিল। মাঝিপাড়া নামক স্থানে পৌঁছানোর পর পেছনের গাড়িটি সামনের গাড়িটিকে ধাক্কা দিলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।
গাইবান্ধা ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালায়। তবে স্থানীয়রা জানায়, ঘটনার অনেক পড়ে ফায়ার সার্ভিস এসেছে। পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।