সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

পশ্চিমবঙ্গে করোনার টিকা পৌঁছাল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৪২ জন নিউজটি পড়েছেন

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মঙ্গলবার দুপুরে পৌঁছেছে কোভিশিল্ড টিকা। মহারাষ্ট্রের পুনে থেকে স্পাইসজেটের বিমানে এটি কলকাতায় পৌঁছায়। প্রথম দফায় সাত লাখ ডোজ টিকা এসেছে।

কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বিমানবন্দরে আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে ইনসুলেটেড ভ্যান। ইনসুলেটেড ভ্যানে করেই বাগবাজারের সেন্ট্রাল মেডিকেল স্টোরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকেই বিভিন্ন জেলায় টিকা সরবরাহ করা হবে।

১৬ জানুয়ারি থেকে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। প্রথমে চিকিৎসক এবং সব স্বাস্থ্যকর্মীকে দেওয়া হবে এই টিকা। তার পরে টিকা দেওয়া হবে পুলিশ সদস্যদের।

পশ্চিমবঙ্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৬১২ জন। আর মারা গেছেন ১৬ জন। সুস্থ হয়েছেন ৯৩৯ জন। এখন পর্যন্ত রাজ্যটিতেহ কোভিড রোগী আছেন ৭ হাজার ৫৩৮ জন। এ পর্যন্ত এই রাজ্যে মারা গেছেন ৯ হাজার ৯৫৭ জন। সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৩২১ জন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English