মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৪৯ জন নিউজটি পড়েছেন

পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে।

আজ মঙ্গলবার জারিফ দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে যাবেন। তিনি তাঁর এ সফরে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু আলোচনা করবেন।

জারিফের পাকিস্তান সফর নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জারিফ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এই প্রতিনিধিদলে ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকর্তারা থাকবেন।

পাকিস্তান সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন জারিফ।

এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও জারিফের সাক্ষাতের কথা রয়েছে।

জারিফের পাকিস্তান সফরের আলোচ্য বিষয়ে ঠিক কী কী থাকবে, তার বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি।

তবে পাকিস্তানি সূত্রগুলোর ভাষ্য, দ্বিপক্ষীয় বিষয়, আঞ্চলিক ঘটনাপ্রবাহ, আফগান শান্তি প্রতিক্রিয়ার মতো গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায় থাকবে।

জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আঞ্চলিক রাজনীতি-কূটনীতিতে নতুন মেরুকরণের আভাস মিলছে। কারণ, তিনি ইরানের সঙ্গে পরমাণু চুক্তি পর্যালোচনা করতে চান। এমন প্রেক্ষাপটে পাকিস্তান সফর করতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English