রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

পানিসম্পদ মন্ত্রণালয়ের ১৬২টি ডিজিটাল সেবা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৫২ জন নিউজটি পড়েছেন

বাংলাদেশ সরকারের মাইগভ প্ল্যাটফর্মের আওতায় রবিবার চালু করা হলো পানিসম্পদ মন্ত্রণালয় এবং এর অধীন সংস্থাগুলোর ১৬২টি ডিজিটাল সেবা। এ জন্য আয়োজিত অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে আমাদের কর্মপরিধি আরো বাড়াতে চাই। এরই মধ্যে সরকারের বিভিন্ন সেবা ডিজিটাইজেশনের ফলে মানুষের ভোগান্তি অনেক কমেছে।’

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক বলেন, ‘আজকের ১৬২টি সেবার মধ্য দিয়ে সর্বমোট এক হাজার ৪০৯টি সেবা ডিজিটাইজ করা হলো। অচিরেই দুই হাজার সেবা ডিজিটাইজেশনের আওতায় আনা হবে।’

এই ডিজিটাইজেশনের ফলে পানিসম্পদসংশ্লিষ্ট সেবাগ্রহীতারা খুব সহজেই ডিজিটাল পদ্ধতিতে সেবার আবেদন, সেবাসংশ্লিষ্ট পেমেন্ট, সেবার অগ্রগতি, প্রয়োজনীয় কাগজপত্র দাখিল এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম মাইগভ ওয়েব, মাইগভ অ্যাপ, ৩৩৩ কল সেন্টারে কল করে অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে সম্পাদন করতে পারবেন। এই প্ল্যাটফর্ম থেকে সেবাগ্রহীতারা সব সেবার সব ধরনের তথ্য পাবেন এবং ওই সব সেবার আবেদনের অগ্রগতিও ট্র্যাক করতে পারবেন। অন্যদিকে সেবা প্রদানকারী কর্মকর্তারাও একক জায়গা থেকে সব সেবা প্রদান করতে পারবেন। এর ফলে সেবা গ্রহীতা ও প্রদানকারী উভয়ের সময় ও অর্থের অপচয় কমে আসবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English