সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

পুঁজিবাজারে নতুন ইতিহাস সৃষ্টি করল রবি!

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

নতুন বছরের চতুর্থ কার্যদিবসেও লেনদেন শুরুর অল্প সময়ের মধ্যে দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে রবি আজিয়াটা লিমিটেড। এর মাধ্যমে শেয়ারবাজারে কম্পানিটির শেয়ার লেনদেন হওয়া ৯ কার্যদিবসের প্রতিটি কার্যদিবসেই দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করল। এর মাধ্যমে দেশের পুঁজিবাজারের ইতিহাসে নতুন রেকর্ড গড়লো রবি।

দেশের শেয়ারবাজারের ইতিহাসে এর আগে কোনো কম্পানি লেনদেন শুরুর প্রথম ৯ কার্যদিবস টানা দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করতে পারেনি। রবির আগে টানা দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করার রেকর্ড ছিল ওয়ালটনের। ওয়ালটনের শেয়ার দাম লেনদেন শুরুর প্রথম ৮ কার্যদিবস দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করে।

গতকাল মঙ্গলবারই ওয়ালটনের রেকর্ডে ভাগ বসায় রবি। বুধবার ওয়ালটনকে পেছনে ফেলে টানা দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করার রেকর্ড এককভাবে দখলে নিল এই মোবাইল অপারেটর কম্পানিটি।

এদিন লেনদেনের শুরুতে ৪২ টাকা ৪০ পয়সা করে কম্পানিটির ২৩ হাজার ৮৭০টি শেয়ার কেনার প্রস্তাব আসে। তবে এ দামে বিনিয়োগকারীদের বড় অংশ কম্পানিটির শেয়ার বিক্রি করতে রাজি হননি। এরপর কয়েক দফা দাম বেড়ে ৪৩ টাকা ৩০ পয়সা করে ১ কোটি ৩ লাখ ৩০ হাজার ৭১১টি শেয়ার কেনার প্রস্তাব আসে। এর মাধ্যমে দিনের দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করে রবি।

১০ টাকা অভিহিতমূল্যে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) শেয়ার ইস্যু করা রবির শেয়ার লেনদেনের শুরু থেকেই বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। যে কারণে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম দফায় দফায় বাড়ছে। টানা ৯ কার্যদিবস দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করার পরও বিনিয়োগকারীদের একটি অংশ কম্পানিটির শেয়ার বিক্রি করতে রাজি হচ্ছেন না। ফলে কম্পানিটির শেয়ারের ক্রেতা থাকলেও বিক্রেতা এক প্রকার উধাও হয়ে গেছে।

উল্লেখ্য, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে অনুমোদন নিয়ে রবি আজিয়াটার আইপিওতে আবেদন গ্রহণ শুরু হয় ১৭ নভেম্বর। যা চলে ২৩ নভেম্বর পর্যন্ত। নেটওয়ার্ক সম্প্রসারণ এবং আইপিও খরচের জন্য রবিকে অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা। এই টাকা তোলার জন্য কম্পানিটি ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি সাধারণ শেয়ার আইপিওতে ইস্যু করে। এর মধ্যে ১৩ কোটি ৬০ লাখ ৫০ হাজার ৯৩৪টি শেয়ার কম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ইস্যু করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English