সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

পুনরায় ৫ কেন্দ্রের পরীক্ষা নেবে বার কাউন্সিল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৫ জন নিউজটি পড়েছেন

পুনরায় ৫ কেন্দ্রে আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা নেবে বাংলাদেশ বার কাউন্সিল। বৃহস্পতিবার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ ডিসেম্বর রাজধানী ঢাকার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে আইনজীবী তালিকাভুক্তিকরণে পরীক্ষা নেয় বাংলাদেশ বার কাউন্সিল। ওই দিন বেশ কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দেয়। ফলে বিশৃঙ্খলা ওই কেন্দ্রে পুনরায় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজ। এই পাঁচ কেন্দ্রের পরীক্ষার্থীদের যত দ্রুত সম্ভব পরীক্ষা নেয়া হবে বলে জানানো হয়। তবে কবে নাগাদ এ পরীক্ষা নেয়া তা নির্ধারণ করেনি বার কাউন্সিল।

অপর দিকে আজিমপুর গার্লস কলেজ, শেখ বোরহান উদ্দিন কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সেন্ট্রাল উইমেন্স কলেজে নেয়া পরীক্ষা বহাল রাখা হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যেসব পরীক্ষার্থী কেন্দ্রে গোলযোগ সৃষ্টি করে পরীক্ষার পরিবেশ বিনষ্ট করাসহ বিশৃঙ্খলা সৃষ্টি করে পরীক্ষা গ্রহণে বাধা প্রদান, সাধারণ পরীক্ষার্থীদের শারীরিকভাবে নিগৃহীত করে জোরপূর্বক তাদের উত্তরপত্র বিনষ্ট করে এবং পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করে পরীক্ষাকেন্দ্র ভাঙচুর ও ক্ষতিসাধন করেছে, সর্বোপরি সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক, ইউটিউব) ব্যবহার করে পরীক্ষা বানচালে উসকানিমূলক বক্তব্য প্রদান করেছে, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ বার কাউন্সিলের পরবর্তী পরীক্ষাসমূহে অংশগ্রহণ নিষিদ্ধ করা হবে।

এবারের লিখিত পরীক্ষায় ১২ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী অংশ নেয়ার কথা ছিল। এদের মধ্যে পরীক্ষা না দিয়ে অনেকেই জড়িয়ে পড়েন বিশৃঙ্খলায়। এই অভিযোগে রাজধানীর কয়েকটি থানায় দায়ের করা পৃথক পৃথক মামলায় গ্রেফতার করা হয়েছে ৪৯ জনকে। এদের মধ্যে ২৪ জনকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করেছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English