আপাতত একেবারেই কনসার্ট করছেন না নগরবাউল। কিন্তু ফেসবুক জুড়ে মাঝে মাঝেই কেউ কেউ পুরনো কনসার্টে গ্রিনরুমে তোলা ছবি পোস্ট করে দেয়। তাতে বিভ্রান্ত হতে হয় শিল্পীদের।
রকলিজেন্ড জেমস বলেন, ‘না কোনো স্বাস্থঝুঁকি নিয়ে কনসার্ট করতে চাই না। এর দুটি কারণ। প্রথমত, আমি হয়তো স্টেজে খুব সাবধানে বা স্বাস্থ্যসম্মতভাবে গান গাইতে পারবো। কিন্তু আমার দর্শকরা হয়তো সচেতন থাকতে চেয়েও পারবেন না। সে দায় কে নেবেন? তা ৫০ জন দর্শক হোক বা ৫০ হাজার। আমার কাছে প্রত্যেক শ্রোতা-দর্শক সমান গুরুত্বের। তাই নিজেস্ব দায় থেকেই বিরত থাকছি। একেবারেই নিজের মতো করে কাজ করছি।’
নতুন কোনো গান রেকর্ড করছেন কি-না? এমন প্রশ্নে শুধু বলেন, ‘গানটা তো তৈরি হয় মুড, গল্প, প্রেক্ষাপট ও একটা ভিশনের মধ্য দিয়ে। এই অবস্থায় নিজেরাই তো একটা অস্থিও সংকটের ভেতর দিয়ে সময় কাটাচ্ছি। তাই আপাতত নিজের মতো করে সময় কাটাচ্ছি। অবশ্যই তা আমার গিটার, ফটোগ্রাফিসহ যাবতীয় খেয়াল খুশি নিয়ে।’
তাই এ ধরনের পোস্ট থেকে সংশ্লিষ্ট তারকাদের বিরত থাকা উচিত বলে মনে করেন তিনি। উল্লেখ্য, এই করোনাকালে অনেকেই নিজ নিজ ফেসবুকে মেমরি শেয়ার করে নিজেদের সুখ স্মৃতি হাতড়ান। তবে সেক্ষেত্রে নিজেদের কলিগদের সঙ্গে পুরনো কোনো কনসার্ট বা প্রোগ্রামের ছবিতে অন্তত সময় উল্লেখ করাটা শ্রেয় বলে মনে করেন অনেকেই।