বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

পুলিশের ওপর আসামির স্বজনদের হামলা, আটক ৬

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ৪৯ জন নিউজটি পড়েছেন

গাজীপুরে ওয়ারেন্টভূক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন আব্দুর রহিম নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। শুক্রবার (২৯ জানুয়ারি) গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের দিঘির চালা এলাকার মিজানুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩০), একই এলাকার আমিনুল হকের ছেলে তুষার (৩০), আউটপাড়া এলাকার সাফিজ উদ্দিনের ছেলে ইস্রাফিল (৩০), কিশোরগঞ্জের কটিয়াদি এলাকার আব্দুল মোজামের ছেলে ফরিদ মিয়া (২৫), মোক্তার উদ্দিনের ছেলে আলা উদ্দিন (২৮) ও মাদারীপুর শিবচরের জাহাঙ্গীর হোসেনের ছেলে মিলন হোসেন (২৯)।

পুলিশ জানায়, নগরীর চান্দনা চৌরাস্তার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের একটি ভবনে আসামি ধরতে অভিযান চালায় পুলিশ। এসময় আসামির স্বজনরা হামলা চালালে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় বাসন থানার উপপরিদর্শক এসআই আল আমিন বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ করে পুলিশের কাজের বাধা দেয়া অপরাধে মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যায় ছয়জনকে গ্রেফতার করে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, পুলিশের এসআই আবদুর রহিম মাথায় গুরুতর আঘাত পান। হামলাকারীদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English