শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্তে স্বাধীন কমিশনের দাবি, আইজিপিসহ ৪ জনকে নোটিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩ জন নিউজটি পড়েছেন

পুলিশের বিরুদ্ধে কোনো অপরাধ সংগঠনের অভিযোগ আসলে তা তদন্ত করার জন্য একটি স্বাধীন নিরপেক্ষ কমিশন গঠনের দাবিতে সরকারের তিন সচিবসহ চারজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশ গ্রহীতারা হলেন- আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখার সচিব, একই মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।

নোটিশ পাওয়ার পর চার সপ্তাহের মধ্যে মানুষের মৌলিক অধিকার রক্ষায় একটি স্বাধীন পুলিশ অভিযোগ তদন্ত কমিশন গঠনের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় প্রতিকার চেয়ে হাইকোর্টে এ বিষয়ে রিট আবেদন করা হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের ৫৩ আইনজীবীর পক্ষে আইনজীবী মুহাম্মদ শিশির মনির এই লিগ্যাল নোটিশ পাঠান।

পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিশন গঠনের পক্ষে ৫৩ আইনজীবীদের একজন আসাদ উদ্দিন।

তিনি বলেন, ‘পুলিশের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তাদের বিরুদ্ধে নানা ধরনের অপকর্মে জড়ানোর অভিযোগ বরাবরই রয়েছে। ঢাকাসহ সারা দেশের থানা ও ইউনিটগুলোতে কঠোর নজরদারি সত্ত্বেও পুলিশের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা যায়নি। আবার এটাও ঠিক যে কোনো কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ পাওয়া গেলে তদন্ত হচ্ছে। বদলি, প্রত্যাহার বা সাময়িক বরখাস্তের মতো ব্যবস্থাও নেয়া হচ্ছে কিন্তু পুলিশের অপরাধ বন্ধ হচ্ছে না।’

তিনি বলেন, ‘এর কারণ পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলেই সেটি তদন্তের দায়িত্ব পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার ওপর বর্তায়। তখন সেই তদন্ত নিয়ে প্রশ্ন ওঠে। এজন্য কমিশন গঠন করতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।’

নোটিশে বলা হয়েছে, বিভিন্ন দেশে স্বাধীন কর্তৃপক্ষ ও সংস্থার মাধ্যমে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ তদন্তের ব্যবস্থা রয়েছে। নোটিশে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পাকিস্তান, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরা হয়েছে।

নোটিশের শেষাংশে বলা হয়েছে, দেশি-বিদেশি আইনী কাঠামো ও উচ্চ আদালতের নজিরসমূহ পর্যালোচনায় দেখা যায় যে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সংঘটিত অসদাচরণ ও অপরাধ তদন্তের ক্ষেত্রে স্বাধীন ব্যবস্থাপনা একান্ত জরুরি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English