শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

পুলিশ ‘জনবান্ধব’ বাহিনী হয়ে উঠছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৫৮ জন নিউজটি পড়েছেন

খারাপ পরিস্থিতি মোকাবিলা করে পুলিশ ধীরে ধীরে জনবান্ধব বাহিনীতে রূপান্তরিত হচ্ছে বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, ‘যখনই জনগণ কোনো বিপর্যয় ও অসহায় পরিস্থিতির মুখোমুখি হয়, তখন বাংলাদেশ পুলিশ তাদের পাশে দাঁড়িয়েছে। কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলা এবং জঙ্গিবাদ দমনে পুলিশের সক্রিয় ভূমিকা আমাদের বঙ্গবন্ধুর সেই জনতার পুলিশের কথা স্মরণ করিয়ে দেয়।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পুলিশ ধীরে ধরে এবং সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর জনতার পুলিশ এবং প্রধানমন্ত্রীর জনবান্ধব পুলিশে পরিণত হয়েছে। নাগরিক সেবার প্রতি তাদের দায়বদ্ধতা দেখে আমরা এখন পুলিশ সদস্যদের নিয়ে গর্ব বোধ করি।’

পুলিশ সদরদপ্তরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সভাপতিত্বে এক অনুষ্ঠানে আসাদুজ্জামান এসব কথা বলেন।

সভায় প্রত্যন্ত অঞ্চলে নাগরিক সেবা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কার্যকর বিট পুলিশিং কার্যক্রমকে অধিকতর ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়।

এছাড়া, পুলিশের দুই লাখের বেশি সদস্যের সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিভাগীয় ও জেলা পর্যায়ে ‘পুলিশ মেডিক্যাল সার্ভিসেস’ গঠন এবং পুলিশ সদস্যরা যাতে ঢাকামুখী না হয়ে জেলা শহর কেন্দ্রিক চাকরির চিন্তা করেন সেজন্য বিভাগীয় পর্যায়ে পুলিশ সদস্যদের সন্তানদের জন্য উন্নত মানের বিদ্যাপীঠ প্রকল্প নেয়ার বিষয়ে আলোচনা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English