রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

পোশাক শ্রমিকদের ৩৪ শতাংশ পরিবারের একমাত্র উপার্জনকারী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৫০ জন নিউজটি পড়েছেন

পোশাক শ্রমিকদের ৩৪ শতাংশ তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী বলে এক জরিপে উঠে এসেছে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও মাইক্রো ফাইন্যান্স অপরচুনিটিজ (এমএফও) এক হাজার ৩৬৭ জন শ্রমিকের ওপর জরিপ চালিয়ে এ তথ্য তুলে এনেছে।

গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম জানায়, জরিপে অংশ নেওয়া শ্রমিকদের মধ্যে ৩৪ শতাংশ জানায় তারা পরিবারের একমাত্র উপার্জনকারী। এর মধ্যে ২৬ শতাংশ নারী ও ৬০ শতাংশ পুরুষ। এর বিপরীতে ৬৬ শতাংশ শ্রমিক জানায়, তাদের পরিবারে তারা ছাড়াও আরো অন্তত একজন উপার্জনকারী আছে।

দেশের পোশাক শ্রমিকদের জীবন ও জীবিকার ওপর কভিড-১৯ মহামারির প্রভাব মূল্যায়ন করতে ১৫ সপ্তাহ ধরে শ্রমিকদের ওপর ধারাবাহিকভাবে জরিপ চালিয়ে আসছে সানেম। জরিপে অংশ নেওয়া শ্রমিকদের মধ্যে চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভারের বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিক আছেন। অংশগ্রহণকারীদের তিন-চতুর্থাংশ নারী। জরিপে আরো বলা হয়, ৯১ শতাংশ পরিবার জানায় তাদের পরিবারে আরো একজন উপার্জনকারী আছে, ৯ শতাংশ পরিবার জানায় দুজন উপার্জনকারী আছে এবং ১ শতাংশ পরিবার জানায় তিন বা তারও বেশি উপার্জনকারী আছে তাদের পরিবারে। এ বছরের মার্চ থেকে জুন মাসে এই জরিপ চালানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English