সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

প্রতিষ্ঠার ৮ম বছরে গানবাংলা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৬০ জন নিউজটি পড়েছেন

সাত বছর পেরিয়ে অষ্টম বর্ষে পা ফেলতে যাচ্ছে মিউজিক চ্যানেল গানবাংলা। ২০১৩ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বর্ণাঢ্য আয়োজনে যাত্রা শুরু করে চ্যানেলটি। দেশিয় সংগীতকে আন্তর্জাতিক মানসম্পন্ন করে উপস্থাপন করাসহ বিশ্বময় বাংলা গানকে ছড়িয়ে দেয়ার সংকল্প নিয়ে তাদের পথচলা শুরু হয়। প্রতিষ্ঠার সাত বছরে ইতোমধ্যেই শিল্পী-কলাকুশলীদের মধ্যে সংগীতের অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে নাম করে নিয়েছে গানবাংলা।

আন্তর্জাতিক গানের মঞ্চ হিসেবে গানবাংলার জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘উইন্ড অব চেঞ্জ’ দেশে-বিদেশে দারুণ প্রশংসিত হয়েছে। বিশ্বের ৩০ দেশের শতাধিক খ্যাতনামা মিউজিশিয়ানের অংশগ্রহণে ‘উইন্ড অব চেঞ্জ’-এ দেশিয় বিভিন্ন ধারার জনপ্রিয় গানগুলো পেয়েছে নতুন মাত্রা। যুদ্ধ-বিগ্রহের বর্তমান পৃথিবীতে ‘উইন্ড অব চেঞ্জ’-এর মাধ্যমে বিশ্বময় শান্তির বার্তা ছড়িয়ে দিতে দেশি-বিদেশি খ্যাতনামা শিল্পীরা কণ্ঠে স্লোগান তুলে নিয়েছেন ‘মিউজিক ফর পিস’। সংগীতে এমন অবদান রাখায় গানবাংলার প্রাপ্তির খাতায় যোগ হয়েছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডসহ মাদার তেরেজা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড।

গানবাংলা প্রতিষ্ঠার অষ্টম বর্ষ পদার্পনের এমন ক্ষণে প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস বলেন, ‘মহান বিজয়ের এই দিনে গানবাংলা বছর ঘুরে নতুন শপথে নতুন যাত্রার দিকে এগিয়ে যাচ্ছে। দেশের সংগীতশিল্পের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে সংকল্পবদ্ধ গানবাংলা ইতোমধ্যেই হয়ে উঠেছে বাংলা গানের মুখপত্র। আমাদের সফলতার পেছনে আছে দেশের সংগীতাঙ্গনের প্রতিটি মানুষের প্রত্যক্ষ-পরোক্ষ সমর্থন ও ভালোবাসা। শুধু দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতনামা শিল্পীদের আস্থা ও পূর্ণ সমর্থন গানবাংলা আশীর্বাদ হয়ে আছে সবসময়। গানবাংলার দর্শকরাই গানবাংলার প্রাণ। সকলকে আমাদের আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা।’

গানবাংলা টেলিভিশনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের সংগীতশিল্পীদের শুভেচ্ছায় ভাসছে চ্যানেলটি। করোনাকালে এবার অনুষ্ঠিত হচ্ছে না গানবাংলা প্রাঙ্গণে কোনো উৎসব, তবে এ উৎসব ছড়িয়ে দিতে সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশন চ্যানেলটিতে দিনভর থাকছে শিল্পীদের উৎসবমুখর উপস্থিতি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English