বুধবার, ২২ মার্চ ২০২৩, ০২:৪১ অপরাহ্ন

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, একই পরিবারের নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৩৬ জন নিউজটি পড়েছেন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

মঙ্গলবার ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি পৌর সদরের বলদাখাল কাজিরকোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার নলগোড়া গ্রামের দুলা মিয়া বেপারিবাড়ির দাদা সিরাজ মিয়া, দাদি জাহানারা বেগম এবং নাতি আবু বকর সিদ্দিক (সীমান্ত)।

দাউদকান্দি মডেল থানার এসআই মনিরুল ইসলাম জানান, প্রাইভেটকারে ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছিলেন একই পরিবারের চারজন। ভোর ৫টার দিকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজন নিহত হন। ভাগ্যক্রমে বেঁচে যান একজন।

খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় প্রাইভেটকারটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর চলক পলাতক রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English