সম্প্রতি এক বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, তরুণ ক্রিকেটারদের সুযোগ দেয়া, আগামী বিশ্বকাপ ও ফিটনেস, এসব বিবেচনায় মাশরাফিকে দলে রাখা কঠিন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজের ওয়ানডে দলে মাশরাফি বিন মুর্তজা থাকছেন কি? গত কিছুদিন ধরে ক্রিকেটপ্রেমীদের মাঝে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। পক্ষে-বিপক্ষে মতামতও আসছে বিস্তর। ঠিক উপসংহার না হলেও বিসিবি সভাপতির কথা অনেকের কৌতূহল নিবারণ করেছে, এটুকু নিশ্চিত।
গত বছর মার্চে জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়েছেন মাশরাফি। ওয়ানডেতে ৫০টি জয় এনে দেয়া দেশের সবচেয়ে সফল অধিনায়ক অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। ডানহাতি পেসার হিসেবে আরও খেলার ইচ্ছা আছে নড়াইল এক্সপ্রেসের। ৩৭ বছর বয়সেও ফুরিয়ে যাননি, লম্বা বিরতির পর ফিরে সর্বশেষ বঙ্গবন্ধু টি-২০ কাপে ৪ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন তিনি। মিরপুরের উইকেটে বল হাতে নিজের অভিজ্ঞতা, কার্যকারিতা প্রমাণ করেছেন। ক্যারিয়ার সেরা ৩৫ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি।
উইন্ডিজ সিরিজের দলে থাকার দৌড়ে আছেন এক ঝাঁক পেসার। যার মধ্যে মাশরাফির নামও রয়েছে। যদিও শনিবার বিসিবি সূত্রে জানা গেছে, শেষ পর্যন্ত মূল দলে অভিজ্ঞ এই পেসারের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম।
রবিবার ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করার কথা নির্বাচকদের। সূত্র জানায়, রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাথমিক দল চূড়ান্ত করতে বসবেন নির্বাচকরা। তারপর দলটা ঘোষণা করতে পারে বিসিবি। মূলত দুটি প্রস্তুতি ম্যাচকে (১৪ ও ১৬ জানুয়ারি) ঘিরেই প্রাথমিক দল গঠন করা হচ্ছে। দুই ম্যাচে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখেই নির্বাচকরা ওয়ানডে সিরিজের চূড়ান্ত দল ঘোষণা করবেন।
মাশরাফির বিষয়ে বিসিবি সভাপতির মন্তব্যের পর কিছুটা ভারমুক্ত হয়েছেন নির্বাচকরা। কারণ হোম সিরিজের দলে তাকে রাখা, না রাখা নিয়ে বারবারই প্রশ্নের মুখে পড়ছিলেন মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার।