সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

প্রিয়াঙ্কার পর এবার হুমা কুরেশী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৩ জন নিউজটি পড়েছেন
হলিউডে পা রাখলেন হুমা কুরেশি

জ্বলে উঠেও যেন স্তিমিত হয়ে গিয়েছিলেন বলিউড তারকা হুমা কুরেশী। তাঁর শুরুটা হয়েছিল গ্যাংস অব ওয়াসিপুর সিরিজের আন্তর্জাতিকভাবে প্রশংসিত ছবি দিয়ে। তারপর দেখা দিয়েছেন এক থি ডায়ান, ডি ডে, জনি এলএলবি টু ছবিতে। ২০১৮ সালে ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, কঙ্গনা রনৌত ও সোনম কাপুরের সঙ্গে বলিউডের পক্ষ থেকে তিনিও হেঁটেছিলেন কানের লাল গালিচায়।

দীর্ঘ বিরতি ভেঙে আবার আলোচনায় ৩৪ বছর বয়সী হুমা। আলিয়া ভাট অভিনীত ও সঞ্জয় লীলা বানসালি পরিচালিত গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি ছবিতে নাচে ঝড় তুলবেন হুমা। যেমনটা রামলীলা ছবিতে রাম চাহে লীলা গানে দেখিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। হুসেইন জায়দির লেখা মাফিয়া কুইনস অব মুম্বাই অবলম্বনে নির্মিত হচ্ছে গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি। গাঙ্গুবাই ছিলেন মুম্বাইয়ের মাফিয়া কুইন।

বিয়ের পর মাত্র ৫০০ টাকায় গাঙ্গুবাইকে যৌনপল্লিতে বিক্রি করে দিয়েছিলেন তাঁর স্বামী। তারপর থেকে শুরু হয় গাঙ্গুবাইয়ের টিকে থাকা ও মাফিয়াদের রানি হয়ে ওঠার গল্প। এই ছবির শুটিং শেষ হওয়ার আগেই শুরু হয়েছে ঝামেলা। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা হয়েছে পরিচালক বানসালি, নায়িকা আলিয়া ভাট ও লেখক হুসেইন জায়দির বিরুদ্ধে। আগামী ৭ জানুয়ারি আদালতে হাজিরা দেবেন এ তিনজন।

২০০৮ সালে ২২ বছর বয়সে বন্ধুদের অনুরোধে জংশন সিনেমায় অডিশন দিতে মুম্বাই এসেছিলেন কুরেশী। সেই ছবি কখনো আলোর মুখ দেখেনি। অথচ হুমা বনে যান বলিউড তারকা। সেই পুরোনো কথা টেনে নিজেই বলেছেন, ‘আমি কখনোই ভাবিনি যে মুম্বাই আসব ক্যারিয়ার গড়তে। একদিন আমার এক বন্ধু বলল, “তুই কিন্তু সিনেমার নায়িকা হতে পারিস। তোর ভেতর সেই সব ব্যাপার আছে।” এ শুনেই আমি ছুটলাম মুম্বাই। সিনেমা হলো না। তবে আমি ঠিকই অভিনেত্রী হয়েছি।’এই ছবি ছাড়াও হুমাকে দেখা যাবে ইংরেজি আর্মি অব দ্য ডেডড্যাগার, তামিল ছবি ভালিমাইদেগার ও হিন্দি বেল বটম ছবিতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English