রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

প্রিয় শিক্ষক সম্মাননার মনোনয়ন চলছে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রত্যেকের জীবনে শ্রদ্ধেয় শিক্ষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সব সম্মানিত শিক্ষকের মধ্যে ভালো লাগার কিছু শিক্ষক থাকেন, যাঁদের দিকনির্দেশনা, শিক্ষাদানের পদ্ধতি, স্নেহ-ভালোবাসা আমাদের মনে আলাদা করে দাগ কাটে। তাঁদের বলি আমরা প্রিয় শিক্ষক। তাঁদের জীবনের আদর্শই হয় আমাদের পথচলার প্রেরণা। কিন্তু আজ কেমন আছেন তাঁরা? আমরা কি রেখেছি তাঁদের খোঁজ? এখন সময় এসেছে সেই শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শনের! দেশজুড়ে থাকা এমন অনন্য শিক্ষকদের খুঁজে বের করে সম্মানিত করার জন্য আয়োজন করা হচ্ছে ‘প্রিয় শিক্ষক সম্মাননা ২০২০’।

আয়োজকেরা জানান, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৫ জন শিক্ষককে দেওয়া হবে এই সম্মাননা। মনোনয়নকারী এবং মনোনীত শিক্ষককে বাংলাদেশের নাগরিক হতে হবে। মনোনীত শিক্ষকের বয়স কমপক্ষে ৪০ হতে হবে। মনোনীত শিক্ষক বর্তমানে কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত হতে পারবেন। একজন মনোনয়নকারী সর্বোচ্চ ৩টি মনোনয়ন জমা দিতে পারবেন। মনোনয়নকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

অনলাইনে নির্দিষ্ট ফরমে আবেদন করা যাবে www.priyoshikkhok.com—এই ওয়েব ঠিকানায়। এ ছাড়া ওয়েব সাইটে থাকা পিডিএফ ফরম ডাউনলোড পর পূরণ করে ডাকযোগে অথবা মেইলে পাঠানো যাবে। মনোনয়ন জমা চলবে ৫ নভেম্বর ২০২০ পর্যন্ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English