মো: সেলিম জাহাঙ্গীর : ফেসবুক বা সামাজিক যোগাযোগমাধ্যমে শুধু নিজের পরিচিতির জন্য প্রোফাইলে ছবি ব্যবহার করা জায়েজ হবে কি?
মাওলানা লিয়াকত আলী : ইসলামী শরিয়তে ছবি ও মূর্তির ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। শুধু একান্ত প্রয়োজনে ছবির ব্যবহার জায়েজ। যেহেতু পরিচিতি নিশ্চিত করার জন্য ছবি একটি সহায়ক উপাদান, এ জন্য ফেসবুক বা সামজিক যোগাযোগমাধ্যমে শুধু পরিচিতির উদ্দেশ্যে প্রোফাইলে ছবি ব্যবহার করা যেতে পারে। নিছক বিনোদন বা কোনো অসাধু উদ্দেশ্য থাকলে কোনোমতেই প্রোফাইলে ছবি ব্যবহার করা যাবে না।