বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:৫৪ অপরাহ্ন

ফখরুলের চিঠি নিয়ে ইসিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিঠি নিয়ে মঙ্গলবার বেলা ১১ টায় বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

দুই সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। অপরজন হলেন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন।

রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিতে আরও শর্ত আরোপ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য তারা বিদ্যমান আইনে সংশোধনী আনছে। এজন্য ‘রাজনৈতিক দল নিবন্ধন আইন, ২০২০’ নামে একটি খসড়া প্রস্তত করা হয়েছে। আর চাওয়া হচ্ছে মতামত। এই মতামত দিতে হবে ৭ জুলাইয়ের মধ্যে।

এ বিষয়ে দলের অবস্থান জানানোর জন্যই বিএনপি নেতারা ইসিতে যাচ্ছেন।

একযুগ আগে একটি নিবন্ধন শর্ত পূরণ করেই দল নিবন্ধন পেয়েছে। আগামীতে নিবন্ধন নিতে দুটি শর্ত পূরণ করতে হবে। এছাড়া আইন হবে বাংলায়। এজন্য ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌর ও সিটিকে বাংলায় পল্লী, নগর ও মহানগর রেখে নিবন্ধিত দল ও নাগরিকদের কাছে জনমত চাওয়া হয়েছে।

রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০ আইনে পরিণত করার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে বিএনপি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English