শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

ফতুল্লায় অপহরণের অভিযোগে যুবক গ্রেফতার, কিশোরী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৫৯ জন নিউজটি পড়েছেন
ফতুল্লায় অপহরণের অভিযোগে যুবক গ্রেফতার, কিশোরী উদ্ধার

ফতুল্লায় অপহরণের অভিযোগে লিটন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার হেফাজত থেকে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। লিটন ফতুল্লা থানার আরাফাত নগর এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র। মঙ্গলবার (৮ জুন) দুপুরে ফতুল্লার ধর্মগঞ্জ ঢালিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে অপহৃত কিশোরীর মা হনুফা বেগম বাদী হয়ে গ্রেফতারকৃত লিটনসহ কয়েকজনকে আসামি করে ফতুল্লা থানায় মামলা করেন।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, তার মেয়ে বিগত ৪/৫ মাস ধরে পঞ্চবটী প্রেমরোডস্থ স্বপনের হোসীয়ারীতে কাজ করে আসছিল। হোসিয়ারীতে যাতায়াতকালে বখাটে লিটন প্রায় সময় তার মেয়েকে উত্যক্তসহ প্রেম নিবেদন করতো। বিষয়টি তার মেয়ে তাদের নিকট অবগত করে। পরবর্তীতে বাদী ও তার স্বামী উত্যক্তকারী লিটনকে তার মেয়েকে বিরক্ত না করার জন্য অনুরোধ করে। এতে করে লিটন আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। চলতি গত ৩ জুন সকাল সাড়ে আটটার দিকে তার মেয়ে তাদের ধর্মগঞ্জের ঢালিপাড়াস্থ মুন্সিবাড়ী রোডেস্থ বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে হোসিয়ারীতে যাওয়ার পথে লিটনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন জোরপূর্বক একটি সিএনজিতে করে অজ্ঞাতনামা স্থানে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে লিটন বাদীর বড় মেয়ের মোবাইল নম্বরে ফোন করে জানায় যে, তার মেয়ে লিটনের হেফাজতে রয়েছে। এ বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে তার মেয়েকে হত্যা করা হবে বলেও হুমকি দেয়া হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, কিশোরীকে অপহরণের অভিযোগ পেয়ে উদ্ধার অভিযানে নামে পুলিশ। মঙ্গলবার দুপুরে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অপহরণকারী লিটনকে গ্রেফতার করা হয়। বাদীর লিখিত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। অপহৃত কিশোরীকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English