একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে ২০১৮ সালে মিডিয়ায় আসেন মিম মানতাসা। এরপর মডেলিংয়ের চেয়ে অভিনয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েন। নাটকের পাশাপাশি একাধিক ওয়েব সিরিজেও তাকে দেখা গেছে।
তবে পড়ালেখার কারণে চলতি বছরের শুরু থেকেই মিডিয়ায় কম কাজ করছিলেন। শুধু বিশেষ দিবসের কাজেই তাকে বেশি দেখা গেছে। এমনিতেই কম কাজ, তার মধ্যে আবার করোনাভাইরাসের প্রভাব।
তাই গত মার্চে লকডাউনের সময় থেকে পুরোপুরি গৃহবন্দি তিনি। তিন মাস পর চলতি সপ্তাহে কাজে ফিরছেন এ অভিনেত্রী। ৪ জুলাই থেকে শুরু করছেন একটি ঈদের নাটকের শুটিং।
শহীদ উন নবীর পরিচালনায় নাটকের নাম ‘আলাদিনের ফ্ল্যাট’। এছাড়া ৯ জুলাই থেকে মাহমুদ দিদারের পরিচালনায় ‘অলৌকিক সংসার’ নামের আরেকটি নাটকের শুটিং করবেন এ অভিনেত্রী। নাটক দুটিতে অভিনয় প্রসঙ্গে মিম মানতাসা বলেন, ‘দীর্ঘদিন বাসায় বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছি। বিশ্ববিদ্যালয় বন্ধ। ক্লাস পরীক্ষাও নেই। অবসর আর অবসর। সব মিলিয়ে এ সময়টা মোটেও ভালো কাটেনি আমার।
যেহেতু স্বাস্থ্যবিধি মেনে এখন শুটিং শুরু হয়েছে এবং অনেকেই অভিনয় করছেন, তাই আমিও ঝুঁকি নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। পরিচালকদের পক্ষ থেকে নিরাপদ পরিবেশের আশ্বাস পেয়েছি। এ ছাড়া আমি নিজেও সচেতন থাকার চেষ্টা করব। সব মিলিয়ে এ বৈরী সময়ে কাজের অভিজ্ঞতা যদি ভালো হয়, তাহলে ঈদের আগেই আরও কয়েকটি নাটকে অভিনয়ের ইচ্ছা আছে।’