আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটে কঠোর চলমান বিধি-নিষেধ অমান্য ফেরি দিয়ে পারাপার করছে সব ধরনের যানবাহন। এতে করে বাড়ছে মানুষের চাপ। ফেরিতে গাড়ির তুলনায় যাত্রীর চাপই বেশি।
সরেজমিনে দেখা গেছে, গত দুই দিন যাবত আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাটে মানুষের উপচে পড়া ভিড়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন শুক্রবার ও শনিবার কয়েক ঘণ্টা অভিযান করে মানুষের চাপ কমাতে পাড়ছে না। কারণ, ফেরি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করার কারণে মানুষের ভিড় লেগেই থাকছে।
ইজারাদার মাহাবুব লকডাউন অমান্য করে ফেরি দিয়ে সব ধরণের যানবাহন চলাচল করতে সহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী লকডাউনে মধ্যে অ্যাম্বুলেন্স, বিদেশ ফেরত যাত্রী ও পণ্যবাহী যানবাহন ছাড়া কোন প্রকার গাড়ি পারাপার করতে পারবে না। কিন্তু দুই দিন ধরেই মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি, অটোরিকশা দেদারছে পারাপার হচ্ছে।
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন বলেন, নিয়ম অমান্য করলে ফেরি বন্ধ করে দেওয়া হবে।