শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

ফের নতুন আয়োজন নিয়ে আসছে স্যামসাং

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৭২ জন নিউজটি পড়েছেন
স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থান ফের স্যামসাংয়ের দখলে

ফের নতুন আয়োজন নিয়ে হাজির হচ্ছে স্যামসাং। এপ্রিলের ২৮ তারিখে ‘গ্যালাক্সি আনপ্যাকড’ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। হিসেবে এ বছরের চতুর্থ আয়োজন এটি স্যামসাংয়ের।

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট এক প্রতিবেদনে বলছে, স্যামসাং ডটকম ওয়েবসাইট থেকে এপ্রিলের ২৮ তারিখে পূর্ব দেশীয় সময় সকাল ১০টার দিকে সরাসরি সম্প্রচারিত হবে আয়োজনটি।

আয়োজনের আমন্ত্রণে স্যামসাং জানিয়েছে, “সবচেয়ে শক্তিশালী গ্যালাক্সি আসছে।” এ বছর এরই মধ্যে ফোন এবং এক জোড়া ইয়ারবাড নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। ফলে এবারের আয়োজনে কী আসতে পারে, তা অনুমান করা যাচ্ছে না এখনও।

স্যামসাংয়ের যে পণ্যগুলো নিয়ে সবাই আগ্রহী ছিলেন সেগুলোর প্রায় সবই চলে এসেছে। গত বছর এ সময়টিতে গ্যালাক্সি জেড ফ্লিপ এবং স্মার্টওয়াচ দেখেছিলেন আগ্রহীরা।

এদিকে আবার খবর রটেছে, স্যামসাং নিজেদের এক্সিনস চিপ সম্বলিত প্রথম ল্যাপটপ তৈরি করছে। এ মাসে ওই ডিভাইসটিও দেখাতে পারে প্রতিষ্ঠানটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English