মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন : ছাত্র জমিয়ত বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৫৬ জন নিউজটি পড়েছেন

ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নবী করিমকে সা:-কে অবমাননার প্রতিবাদে ছাত্র জমিয়ত বাংলাদেশ গাজীপুর মহানগর শাখার উদ্যোগে শনিবার বিকেলে টঙ্গীতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় কাদেরিয়া মিল এলাকা থেকে শুরু হয়ে টঙ্গী কলেজ গেটে গিয়ে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা অবিলম্বে ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে নবী করিমকে সা: অবমাননার তীব্র প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানান এবং ফ্রান্স কর্তৃপক্ষ অবিলম্বে আলোচিত কার্টুন প্রত্যাহার ও ক্ষমা না চাইলে বাংলাদেশ থেকে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কারসহ ওই দেশের সাথে সকল ধরণের সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। অন্যথায় ঢাকা অবরোধ করে ফ্রান্স দূতাবাসের প্রতিটি ইট খুলে নেয়া হবে বলে বক্তারা হুঁশিয়ার করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে ওলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি নাসির উদ্দিন বলেন, ফ্রান্সের সরকার প্রধান শুধু মুসলমানদের অন্তরে আঘাত করেনি, সারা বিশ্বের ৭০০ কোটি মানবতাবাদী মানুষের অন্তরে কুঠারাঘাত করেছে।

নবী করিমের (স:) ব্যঙ্গচিত্রের কার্টুন প্রকাশ যদি বাক স্বাধীনতা হয়, তাহলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দাবিদার ফান্সে মুসলিম নারীদের হিজাব নিষিদ্ধ কেনো, মসজিদ ও ইসলামিক সেন্টারগুলো বন্ধ কেনো? তারা যদি ধর্মনিরপেক্ষই হয় তাহলে সকল ধর্মের মানুষকে সম-অধিকার দিতে হবে।

তিনি বলেন, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী ফজরের নামাজ ও কুরআন তিলাওয়াত দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন বলে আমরা জানি। কিন্তু ইতোমধ্যে অন্য মুসলিম দেশ সরকারিভাবে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা করলেও তিনি এখনো কেন নীরব তা আমাদের বোধগম্য হচ্ছে না।

গাজীপুর মহানগর ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা সাব্বির আহমেদের সভাপতিত্বে ও মাওলানা আমির হামজার সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, গাজীপুর মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শামীম আহমেদ, মাওলানা মাহমুদ হাসান, মাওলানা আশরাফ আত-তানজিল, মাওলানা রফিউল হক, মাওলানা মাহ্দি হাসান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আবু বকর, মাওলানা আবু সাঈদ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English