শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের দুই বিচারপতির শ্রদ্ধা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন আপিল বিভাগের নবনিযুক্ত দুই বিচারপতি। শুক্রবার বেলা ১১টায় বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান এই শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় সেখানে রাখা পরিদর্শন বইতে বিচারপতি ওবায়দুল হাসান লিখেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন সংগ্রাম করেছেন বাংলার দুঃখী মানুষের জন্য। এ ভূখণ্ডের মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির জন্য বঙ্গবন্ধু তার জীবনের এক ব্যাপক সময় কাটিয়েছেন কারা অন্তরালে। তার আহ্বানে বাংলাদেশের আপামর জনগণ ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রতিষ্ঠা করছে এক অসাম্প্রদায়িক বাংলাদেশ।’

‘বঙ্গবন্ধু, আপনি আপনার দেশের আপামর জনগণের শান্তির জন্য দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু রাখার স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যে সকল নির্দেশনা দিয়ে গেছেন আমি সেই নির্দেশনা বাস্তবায়নে সচেষ্ট থাকার অঙ্গীকার করছি।’

‘হে জাতির পিতা, লাখো শহিদের রক্তের আখরে রচিত আমাদের সংবিধান সংরক্ষণে আমি সদা সচেষ্ট থাকব। আপনার সমাধি পাশে দাঁড়িয়ে এই অঙ্গীকার করে আপনার আত্মার মাগফেরাত কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে বেহেশত নসিব করেন। আমিন।’

২ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসানকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শপথ নেওয়ার পর ৫ সেপ্টেম্বর দুই বিচারপতি ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English