বঙ্গোপসাগরে বিকল হওয়া ইঞ্জিন চালিত নৌকা থেকে ৩৫ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার (১৭ আগস্ট) সকাল ৮ টায় কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ জাহাজ বিসিজি সবুজবাংলা বঙ্গোপসাগরে টহলরত অবস্থায় জানতে পারে যে, একটি মাছ ধরার নৌকা (দয়াল নবীজি-১) বঙ্গোপসাগরের ভাষাণচরের অদূরে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছে।
খবর পেয়ে জাহাজ বিসিজি সবুজবাংলা দ্রুত উদ্ধারের জন্য রওনা দেয়। সকাল সাড়ে ১১ টার দিকে ভাষাণচরের ১০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে নৌকাটিকে ভাসমান অবস্থায় দেখতে পায়। ওই নৌকা থেকে ৩৫ জন জেলেকে নৌকাসহ উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদেরকে নৌকাসহ কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গায় নেওয়া হয়।
জেলেরা জানায়, গত ১২ আগস্ট মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা দেয়। ওই দিন নৌকার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তারা নৌকাসহ সাগরে ভাসতে থাকে।